সরাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , ২০ মে ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সরাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদে ডাক্তারদের কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার (২০ মে) সকালে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস ( এনএনএস) ও ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ( ডিজিএইচএস) এর অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার মোঃ নোমান মিয়া। সরাইল উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, অন্যান্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীবৃন্দ, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে প্রশিক্ষণ প্রদান করেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনিসুর রহমান ও ডাক্তার শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(ইংরেজি) গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ।
আপনার মন্তব্য লিখুন