সরাইলে মাদরাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ , ১ জুলাই ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক হাসান উল্লাহর (২৩) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম মাদ্রাসা ছাত্রক ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা উত্তর পাড়ার এক প্রবাসীর শিশু সন্তান স্থানীয় আখতারুল উলুম ইসলামিয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। একই গ্রামের বাসিন্দা হাসান উল্লাহ ওই মাদরাসার শিক্ষক। অভিযোগে বলা হয়, ভয়-ভীতি দেখিয়ে গত ৬ মাস ধরে শিক্ষক হাসান ওই শিশুকে বলৎকার করে আসছে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় শিশুটিকে। সর্বশেষ গত ২৩ জুন ভোর ৫টার দিকে শিক্ষক হাসান শিশুটিকে জোরপূর্বক বলৎকার করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে চিৎকার করতে থাকে। তখন হাসান পালিয়ে যায়। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি অবহিত করে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে মঙ্গলবার (২৬জুন) সরাইল থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, শিশুর পরিবারের লোকজন বিষয়টি আমাকে বিলম্বে অবগত করেছেন। পুলিশ সুপারের নির্দেশে আমরা দ্রুত মামলাটি নথিভূক্ত করেছি। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন