সরাইলে মাদ্রাসার শতাধিক গরীব ও অসহায় শিক্ষার্থীদের পাঞ্জাবী-পায়জামা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসার শতাধিক গরীব ও এতিম শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পাঞ্জাবী ও পায়জামা প্রদান করা হয়েছে। শনিবার(২৯সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমীর, ব্রাহ্মণবাড়িয়া-১( নাসিরনগর) নির্বাচনী এলাকা থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী সরাইল উপজেলার জামেয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কোরআন আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী শতাধিক দরিদ্র অসহায় শিক্ষার্থীর হাতে সেগুলো তুলে দেন। ইউকে’র ‘গরীব এন্ড এতিম ট্রাষ্ট ফান্ড’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে এসকল পাঞ্জাবী ও পায়জামা দান করা হয়েছে। নতুন পাঞ্জাবী-পায়জামা হাতে পেয়ে ভীষন খুশি হয়েছে শিশু শিক্ষার্থীরা। এসময় বাংলাদেশ খেলাফত মজলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মাঈনুল ইসলাম খন্দকারসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন