সরাইলে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। তানভীর ও সোহাগ নামের দুই শিক্ষার্থীর নেতৃত্বে আজ রোববার(২১ফেব্রুয়ারী) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়ক দিয়ে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে গিয়ে সমাপ্ত হয়। “মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “চাঁদের হাসি” এর উদ্যোগে উক্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এতে সরাইল সরকারি কলেজ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় ও সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চাঁদের হাসি সংগঠনের সদস্যসহ মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। সরাইল সদর ইউনিয়ন পরিষদে ৩ বার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল জব্বার এর সহয়োগিতায় উক্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে বলে স্বেচ্ছাসেবী সংগঠন ” চাঁদের হাসি” এর প্রতিষ্ঠাতা মিয়া মোহাম্মদ খোকন জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন