সরাইলে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৮ পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , ২৬ জুন ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৮ আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার(২৬জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী ফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মো: কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইতিপূর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আলোচনা শেষে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন