সরাইলে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ , ২৪ জানুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার (২৩জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম কালনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির, সহকারি পুলিশ সুপার আবু সাঈদ, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আরশাদ, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. রাজিব আহমেদ রাজ্জি ও অভিভাবক প্রতিনিধি শাহ মো. কাইয়ুম। সমাবেশে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন