সরাইলে মাদক ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
সরাইলে মাদক ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের হারুন মিয়ার পুত্র মোঃ মিলন মিয়া ও একই এলাকার মোঃ আরাফাত হোসেন এর পুত্র মোঃ হক মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ব্যপারে আজ রোববার (১৬ অক্টোবর) তাদের বিরুদ্ধে সরাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন মজিবুর নামে স্থানীয় এক গ্রাম্য শালিশকারক।
লিখিত অভিযোগে জানা যায়, অভিযুক্ত মিলন মিয়া ও হক মিয়া পরস্পর যোগসাজসে স্থানীয়ভাবে নারী কেলেংকারি, ইয়াবা, ফেনসিডিল, গাজা, মদসহ অবৈধ ব্যবসার সাথে জড়িত। এছাড়া স্কুল-কলেজে আসা-যাওয়ার সময় তারা মেয়েদের নিয়মিত উত্তক্ত করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের এ হীন কর্মকান্ডের বিরোধিতা করলে প্রতিবাদকারীদের প্রাণ নাশের হুমকি দেয় তারা। এদের বিরুদ্ধে তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা গ্রহন করে এলাকাবাসীকে বিপদমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন