এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। বৃহস্পতিবার(২৪মে) দুপুরে উপজেলা সদরের প্রাত:বাজার বিএডিসি মাঠ প্রাঙ্গন থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মুনিরুজ্জামান ফকির এর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ গ্রহন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার(সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির। বক্তব্য রাখেন সরাইল
সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, সরাইল বিকাল বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, হাজী ইকবাল হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন