সরাইলে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন”, “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”, “জঙ্গী, সন্ত্রাস আর মাদক এই তিন সামাজিক ঘাতক” – এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিপদ মুক্ত রাস্তা চাই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হাফেজ মো: আলতাফ হোসেন এর ব্যবস্থাপনায় শনিবার(৩নভেম্বর) বিকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সমাবেশ ও উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সিনিয়র সহকারি পুলিশ সুপার সরাইল সার্কেল মনিরুজ্জামান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া। জামিয়া ইসলামীয়া দারুল কুরআন উচালিয়াপাড়া মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি শেখ আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন বিপদ মুক্ত রাস্তা চাই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হাফেজ মো: আলতাফ হোসেন। মাওলানা শেখ আমান উল্লাহ, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, মুফতি মুরশেদ আলম চৌধুরী, মাওলানা মোশাররফ হোসেনসহ উপজেলার বিভিন্নস্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মঈনুল ইসলাম খন্দকার। কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান।
আপনার মন্তব্য লিখুন