সরাইলে মাওলানা মাহমুদুল হাসান লিটন আর নেই, জানাযা ও দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ , ৯ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান মরহুম হাশিম মেম্বার এর ছোট ছেলে, সরাইল সম্মিলিত উলামা ত্বলাবা পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক, যুব জমিয়তে উলামায়ে ইসলাম সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান লিটন আর নেই। আজ সোমবার(৮জুন) দিবাগত রাত ৮ টায় তিনি ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি…..রাজিউন)। মঙ্গলবার(৯জুন) রাত সাড়ে ৩টায় সৈয়দটুলা নোয়াবাড়ি জামে মসজিদের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা স্ট্রোক করে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের এশিয়ান প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৮টায় ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রাতেই লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। মঙ্গলবার সকাল ৮টায় জানাযা অনুষ্ঠিত হওয়ার পারিবারিক সিদ্বান্ত থাকলেও সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা ও সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মোহাম্মদ নাজমুল আহমেদসহ নিকটাত্বীয় ৬০/৭০জনের উপস্থিতিতে রাত সাড়ে ৩টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে বলে মরহুম মাওলানা মাহমুদুল হাসান লিটন এর পারিবারিক সূত্র নিশ্চিৎ করেছেন। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী হুজুরের জানাযায় হাজার হাজার মানুষের জনসমাগম ঠেকাতে ব্যর্থতার দায়ে সরাইল সার্কেলের সাবেক এ এসপি, সরাইল থানার সাবেক ওসি ও সরাইল থানার সাবেক ওসিকে(তদন্ত) প্রত্যাহার করা হয়। এ ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাওলানা মাহমুদুল হাসান লিটনের জানাযাকে কেন্দ্র করে করোনা পরিস্থিতিতে গণজমায়েত এড়াতে রাতেই জানাযা ও দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন