সরাইলে মাইক্রোবাস চাপায় পথচারী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ১১ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার(১১মে) সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খাদেম আলী (৭০)। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকার মৃত জয়নাল আলীর পুত্র ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,
সিলেট থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেট ব্যাংকের লুগু সম্বলিত দ্রুতগামী মাইক্রোবাস মোহাম্মদ খাদেম আলী নামে এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুরুতর আহত মোহাম্মদ খাদেম আলীকে স্থানীয় লোকজন উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাড়া করে মাইক্রোবাসটিসহ চালককে আটক করেন খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
আপনার মন্তব্য লিখুন