১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে মহান স্বাধীনতা দিবস পালনে আওয়ামীলীগ নেতার বাধাঁদানের অভিযোগ, ফুল দেওয়া হয়নি শহীদ মিনারে, এলাকায় উত্তেজনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফো
ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামীলীগ নেতার বাধাঁর মুখে স্বাধীনতা দিবস পালন করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে পারেননি স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার(২৬মার্চ) সকালে সরজমিনে শহীদ মিনার স্থলে গিয়ে দেখা যায়, শহীদ মিনারটি পুষ্পমাল্য শূণ্য। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, ২০১৭সালে শহীদ মিনারটি নির্মাণের পর পুষ্প মাল্য দিয়ে পর পর চারটি জাতীয় দিবস আনুষ্ঠানিকভাবে পালন করেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। গত ২১মার্চ কালিকচ্ছ ইউনয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু মুসা মৃধা কালিকচ্ছ বাজারের ভাই ভাই সুপার মার্কেটের মাঠে সর্বদলীয় সভা করে শহীদ মিনার নির্মাণের বিরোধীতা করে নানা অভিযোগ আনেন । ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারটিতে পুষ্প মাল্য অর্পণ না করতে পরবর্তীতে তিনি স্থানীয় লোকজনদেরকে প্রভাবিত করেন। এতে করে তাঁর লোকজন এব্যাপারে এলাকার সাধারণ মানুষদেরকে নানা ভয়ভীতি দেখান। এর জের ধরে ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারটিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়নি । এ নিয়ে এলাকার সাধারণ জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শরাফত আলী মুঠোফোনে বলেন, আজ (২৬মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকালে শহীদ মিনারটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে দেখতে পেলাম শহীদ মিনার এলাকাটি জনমানব শূণ্য। এ ব্যাপারে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আবু মুসা মৃধার বাধাঁদানের কারনে শহীদ মিনারে স্বাধীনতা দিবস পালিত হয়নি। তিনি আরও বলেন, গত চারটি জাতীয় দিবসে এলাকাবাসী এখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানালেও আজ ২৬র্মাচ স্বাধীনতা দিবসে ফুল দিতে না পেরে আমিসহ এলাকার সাধারণ মানুষ গভীরভাবে মর্মাহত। কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু মুসা মৃধা বলেন, শহীদ মিনারটি নিয়ে নানা বিতর্ক রয়েছে। ইতিপূর্বে এ নিয়ে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি দেখা দেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। আমি সেখানে যায়নি । তবে শহীদ মিনারটিতে ফুল দিয়ে স্বাধীনতা দিবস পালনে আমি কাউকে বাধাঁ দেয়নি। এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত মুঠোফোনে বলেন কালিকচ্ছ শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণসহ বাধাঁদানের বিষয়টি আমার জানা নেয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন