সরাইলে মহান স্বাধীনতা দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইলে মহান স্বাধীনতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৬ মার্চ) দিন ব্যপি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সূচনা হয়। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জনপ্রতিনিধি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, জাতীয় পার্টি, বিএনপি, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা পূঁজা উদযাপন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
সকাল ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট এবং গার্লস ইন স্কাউট, কাবদল সহ বিভিন্ন সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা।
এ সময় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানসহ রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে শহিদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়। একই স্থানে অনুষ্ঠিত হয় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ক আলোচনা সভা। হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন