সরাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
সরাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান, সরাইল থানা পুলিশের পক্ষ থেকে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান।
এ সময় উপজেলা বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল, উপজেলা তরুণ দল ও উপজেলা নবীন দলসহ অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারটায় উপজেলা পরিষদ স্বাধীনতা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকল ভাষা শহিদ ও প্রয়াত ভাষা সৈনিকদের আত্মার শান্তি কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল, মোনাজাত এবং অন্যান্য সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
আপনার মন্তব্য লিখুন