সরাইলে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিসভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।বৃৃহস্পতিবার(৩ডিসেন্বর) সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সরাইল থানার ওসি (তদন্ত) শফিকসহ উপজেলার বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনার অংশ হিসেবে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানসহ বড় আকারের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। তবে ৩১বার তপোধ্বনির মাধ্যমে দিবসটি উদযাপন কার্যক্রম শুরু করে সরকারি ও বেসরকারিসহ সব ধরনের প্রতিষ্ঠানে যথাযথ প্রক্রিয়ায় জাতীয় পতাকা উত্তোলন পূর্বক স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আলোচনা অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন পূর্বক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মন্তব্য লিখুন