সরাইলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনিক চত্বর বর্ণিল সাজে সজ্জিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনিক চত্বরকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। মহান বিজয়ের মাসে ১৬ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ ভবন, উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনসহ উপজেলা চত্বর এর প্রধান সড়কে আলোক সজ্জা সহ বর্ণিল ও দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হয়েছে। প্রতিবছরের ন্যায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে এবং ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন