সরাইলে মধ্যরাতে আযান, জনমনে মিশ্র প্রতিক্রিয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ , ২৭ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এন এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মধ্যরাতে আযানের ধ্বনিতে এলাকার জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুর্যোগ বা মহামারীতে আজান দেওয়ার যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকলেও ঘুমন্ত মানুষের কানে অসময়ে হঠাৎ আযানের ধ্বনি ভেসে আসায় অনেকে আতংকিত হয়ে পড়েন। নিকট আত্বীয়সহ স্বজনদের কাছে মধ্যরাতে আযান দেওয়ার কারন কি হতে পারে তা জানতে চেষ্টা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। দেশের অনেক জায়গায় একযোগে আজ বৃহস্পতিবার(২৬মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় আযান দেওয়ার খবর পাওয়া গেলেও সরাইলের কোথাও কোথাও সাড়ে ১২টা, আবার কোথাও ১টায় আযান দেওয়ার খবর পাওয়া যায়। মধ্যরাতে আযানের ধ্বনিতে অনেকেই ঘুম থেকে উঠে আতংকিত হয়ে পড়েন। করোনা ভাইরাসের মহামারী থেকে মহান আল্লাহ যেন সকলকে হেফাজত করেন এই জন্য একযোগে সকল মসজিদে এই আযান-এমনই বক্তব্য দিয়ে মধ্যরাতে আযান দেওয়ার বিষয়টিকে স্বাভাবিক বলে অনেকে মেনে নিলেও পূর্বঘোষনা না দিয়ে হঠাৎ মধ্যরাতে আযানের বিষয়ে ভিন্ন ব্যাখ্য দিচ্ছেন অনেকেই। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে মধ্যরাতে আযান দেওয়ার ব্যাখ্যা বিশ্লেষন যাই হউক না কেন করোনা নামক গজব থেকে সকলকে মহান আল্লাহ রক্ষা করুন এমনটাই কামনা করছেন সকলেই।
আপনার মন্তব্য লিখুন