সরাইলে ভয়াভহ অগ্নিকান্ডে ১৩দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াঅবহ অগ্নিকান্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এর মধ্যে ৩টি স্বর্নালংকার, ফার্মেসী, মোদী দোকানসহ অন্যান্য মালামালের দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার(৩জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা সদরের প্রাতঃবাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পূড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে তুলশী স্বর্ণ শিল্পালয়, অনিক স্বর্ণ শিল্পালয় ও অজিত স্বর্ণ শিল্পালয় এ তিনটি দোকানের একটির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার প্রানান্তকর চেষ্টা চালায়। পরে আগুনের লেলিখান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ, জেলা সদর ও আশুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। ততক্ষনে প্রাতঃবাজারের ৩টি স্বর্ণ শিল্পালয়, কয়েকটি ঔষধের দোকান, চালের দোকান, মোদী দোকানসহ অন্যান্য মালামালের ১৩টি দোকান মালামালসহ আগুনে ভূস্মীভূত হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছায় হয়ে গেছে বলে স্থানীয় ব্যবসায়ীদের ধারণা ।
আপনার মন্তব্য লিখুন