সরাইলে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাফফার মিয়া নামে ভুয়া এক ডিবি পুলিশকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকা থেকে মঙ্গলবার (১৯ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ গাফফার মিয়া (৩৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের মৃত আব্দুল কাদির এর পুত্র।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী জেলার রায়পুরা থানার হাটুভাঙ্গা এলাকার মৃত মিলন মিয়ার পুত্র সুমন মিয়া (৩২)সহ সঙ্গীয় ১৩ জন বন্ধুবান্ধব সরাইল থানার শাহবাজপুর এলাকায় চা খেয়ে সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টায় বাড়িতে ফেরার পথে সরাইল বিশ্বরোড মোড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড কেন্দ্রীক আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত চক্রের খপ্পরে পড়ে। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক অস্ত্রের মাধ্যমে তাদের ভয় দেখিয়ে মারধর করে ১৩ জনের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণের চেইন, ১৩ টি মোবাইলসহ সর্বমোট ৪লক্ষ ২৬ হাজার ৭ শত টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগীরা এ ব্যপারে সরাইল থানায় লিখিত অভিযোগ জানালে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ জয়নাল আবেদীন ও এএসআই মোঃ রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী
গাফফার মিয়াকে গ্রেফতার করে।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ডিবি পুলিশ পরিচয়ে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের অন্যতম মূলহোতা গ্রেফতারকৃত আসামী গাফফার মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও সরাইল থানায় একাধিক মামলা রহিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
আপনার মন্তব্য লিখুন