সরাইলে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। ২৩ডিসেম্বর শনিবার উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ২০০ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ভিটামিন এ ক্যাম্পেইন এর ২য় রাউন্ড শুরু হয়। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সকল কমিউনিটি ক্লিনিকে একযোগে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ জিয়াউল ইসলাম (সেলিম) উপস্থিত থেকে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হয়।
আপনার মন্তব্য লিখুন