সরাইলে ভাষা সৈনিক অলি আহাদের ১০ ম মৃত্যুবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ , ২১ অক্টোবর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সরাইলে ভাষা সৈনিক অলি আহাদের ১০ ম মৃত্যুবার্ষিকী পালিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাষা ভাষা সৈনিক অলি আহাদের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে অলি আহাদ স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার শাহবাজপুরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়েছে।
ভাষা সৈনিক অলি আহাদ ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর এলাকায় ১৯২৮ সালে জন্মগ্রহন করেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এমপি পদে গাভী মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।
টেলিভিশন টকশোর পরিচিত মুখ, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মহান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার পিতা ভাষা সৈনিক অলি আহাদ ২০১২ সালের ২০ অক্টোবর বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আপনার মন্তব্য লিখুন