সরাইলে ভারতের বিধায়ককে সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারতের বিধায়ককে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার(১৮জুলাই) সকালে উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের বামুটিয়া-৩ আসনের বিধায়ক শ্রী কৃষ্ণধন দাসকে এ সংবর্ধনা দেয়া হয়। কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক এর সভাপতিত্বে অনুুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছমত আলী, বাংলাদেশ পুজা উদজাপন কমিটি সরাইল শাখার সভাপতি বাবু সুবিমল দাস, আশুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সেলিম পারভেজ, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন, বিজয় নগর প্রেসক্লাবের সভাপতি আমিরজাদা চৌধুরী, ত্রিপুরা মানুষ পত্রিকার বার্তা সম্পাদক বাদল চন্দ্র দাস সরাইল থানার সেকেন্ড অফিসার জাকির হোসেন, ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সজল দত্ত প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াহিদুজ্জামান লস্কর (অপু), মানপত্র পাঠ করেন কবি শেখ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দাস গুপ্ত এবং নাজমা বেগম।
আপনার মন্তব্য লিখুন