সরাইলে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , ১৭ নভেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
এম এ করিম সরাইল প্রতিনিধি, দৈনিক নয়াদিগন্তঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাগিনার হাতে খুন হয়েছেন মামা। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর মিয়া তার আপন মামা একই পাড়ার মৃত কালা মিয়ার পুত্র মাহমুদ মিয়াকে (৩৭) ছুরিকাঘাতে খুন করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর ও আনোয়ার এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ৭ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। খবর পেয়ে তাদের আপন মামা একই পাড়ার মৃত কালা মিয়ার পুত্র ও সরাইল বিকাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মিয়া বোনের বাড়িতে যান। এ সময় মামা মাহমুদ মিয়া ভাগিনা আলমগীর ও আনোয়ার এর মধ্যকার পারিবারিক বিরোধ মিঠানোর চেষ্টাকালে এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাগিনা আলমগীর ছুরি হাতে নিয়ে মামা মাহমুদ মিয়ার পেটে উপর্যপুরি আঘাত করে। এ সময় মাহমুদ মিয়া মাঠিতে লুঠিয়ে পড়ে। নিকটাত্বীয়রা গুরুতর আহত মাহমুদ মিয়াকে উদ্ধার করে দ্রুত সরাইল হাসপাতেলে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করা হয়। রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।
এ খবর এলাকায় পৌঁছলে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। পর দিন আজ বুধবার ( ১৭ নভেন্বর) সরজমিনে নিহত মাহমুদ মিয়ার বাড়িতে গিয়ে শোকাহত মানুষের ভীড় দেখা যায়। উদীয়মান ব্যবসায়ী ও এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত মাহমুদ মিয়ার আকস্মিক খুন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার লোকজন। ১ ছেলে ও ৩ মেয়ের জনক মাহমুদ মিয়াকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় দানশীল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত ছিলেন। স্থানীয় লোকজন জানান, ভাগিনা আলমগীরকে নিজের ছেলের মত ছোটকাল থেকে আদর করে বড় করেছে মামা মাহমুদ মিয়া। আজ সেই ভাগিনা আলমগীরের ছুরিঘাতেই খুন হয়েছেন মামা মাহমুদ মিয়া। বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, এ ঘটনায় আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন