সরাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , ২৪ জানুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেসরকারি শিক্ষকরা কর্ম বিরতি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা গত মঙ্গলবার(২৩জানুয়ারী) থেকে তিন দিন ব্যাপি এ কর্ম সূচি পালন করছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ কর্ম বিরতি চলবে। এ ব্যপারে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্ম বিরতি পালন করছি। অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে চলমান বেতন বৈষম্যসহ নানা বৈষম্য দূর করে দেশের শিক্ষা ব্যবস্থাকে লেভেল প্লেইং এ নিয়ে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি।
আপনার মন্তব্য লিখুন