সরাইলে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেoএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় আজ সোমবার(১২ফেব্রুয়ারী) উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইলল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন