সরাইলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ , ৩০ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আব্দুস সাত্তার (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র আব্দুস সাত্তারের ঝুলন্ত লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার প্রায় ৪০বছর ধরে পা পঁচা রোগে ভোগছিলেন। কিছুদিন পরপর তাঁর ডান পায়ে পঁচন ধরে প্রচন্ড ব্যাথা করতো। কোন ঔষধই রোগ উপশম হতো না। তাছাড়া তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
গত কয়েক দিন আগে আব্দুস সাত্তারের পায়ে মারাত্মক আকারে পঁচন দেখা দিলে নরসিংদীতে বসবাসরত তাঁর ছেলে রুবেল মিয়া(৩২) বাবাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করান। গত রোববার(২৯) কাউকে না বলে আব্দুস সাত্তার হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে আসে।
সোমবার (৩০মে) ভোরে রাজাপুরের মেঘনা নদীর পাড়ে একটা বাঁশের সাথে আব্দুস সাত্তারকে ঝুলতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে দুবাজাইল নৌ-ফাঁড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় উপজেলার দুবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইনচার্জ কে.এম মনিরুজ্জামান চৌধূরী বলেন, শুনেছি আব্দুস সাত্তার মানসিক রোগী ছিল। লাশ উদ্ধারের সময় তাঁর এক পায়ে পঁচন দেখেছি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন