১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে বৃক্ষপ্রেমী হাজী মোঃ রেজাউল করিমের বাহারী ফলের বাগান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ , ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে বৃক্ষপ্রেমী হাজী মোঃ রেজাউল করিমের বাহারী ফলের বাগান

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

এ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়া গ্রামের মা মঞ্জিলের সত্ত্বাধিকারী হাজী মোঃ রেজাউল করিম।  দেশে ও বিদেশে কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে কাজ করার পর অবসরে বাড়িতে এসে  বাহারী রকমের ফলদ, বনজ ও ঔষধী গাছ লাগিয়ে গড়ে তুলেছেন মনোরম গাছের বাগান। এলাকার ঈদগাহ মাঠের আঙ্গিনায়ও স্বেচ্ছায় বিভিন্ন ফলজ গাছ লাগিয়েছেন তিনি।

1631094664-picsay
বিভিন্ন প্রকার আম, জাম, কাঁঠাল, লিচু, জলপাই, ডে-ফল, মাল্টা, বড়ই, পিয়ারা, কামরাঙ্গা, জাম্বুরা, কটবেল, কলা, ডালিম, পেপেঁ, পিয়ারা, আনারসহ বিভিন্ন প্রকার ফলের গাছ লাগিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন প্রকার ফুলের বাগান, ঔষধী ও বনদী গাছ লাগিয়েছেন তিনি।
শখের বশে গাছ লাগিয়ে গাছের প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে নিজ এলাকায় বৃক্ষ প্রেমি হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।

1631094630-picsay

এ ব্যপারে বৃক্ষ প্রেমি হাজী রেজাউল করিম বলেন,
গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। মানুষের জীবনে নানাভাবে গাছ উপকার করে থাকে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমার নিজ বাড়ির আঙ্গিনা ও খালি জায়গায় বিভিন্ন প্রকার গাছ লাগিয়েছি। বিক্রি না করে গাছের ফল নিজেরা খাওয়ার পাশাপাশি এলাকাবাসীর মাঝে বিলিয়ে দেয়। এছাড়া পাখিরাও এসব ফল খেতে পারে। তাই প্রত্যেক বাড়ির আঙ্গিনা ও খালি জায়গায় সকলকেই গাছ লাগানোর জন্য এগিয়ে আসা উচিত।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন