সরাইলে বীর মুক্তিযোদ্ধা এস এম নুর কুতুবুল আলম শাহ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এস এম নুর কুতুবুল আলম শাহ(৬৩) প্রকাশ শাহ নুর আলী আর নেই। ১২ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি লিভার ক্যান্সারে দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী রুবিয়া আক্তার, মেয়ে মনি আক্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছেলে শাহ মাহিন ঢাকায় চাকরি করেন। মুক্তিযুদ্ধে তিনি গ্রুপ কমান্ডার ছিলেন। পরবর্তীতে হোটেল সোনারগাঁও এ চাকরী করেন। ১৩ডিসেম্বর বুধবার পৌণে একটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তাঁর মরদেহ নেওয়ার পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো: আনোয়ার হোসেন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসময় তারঁ কফিনে ফুল দিয়ে তাঁকে সম্মান জানান। পরে বাদ যোহর সরাইল শাহী মসজিদে জানাযা শেষে সৈয়দটুলা গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন