সরাইলে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ উদ্দিন আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান, আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন এর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ উদ্দিন আজ রোববার(১৫সেপ্টেম্বর) সকালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি….রাজিউন)। বাদ মাগরিব কুট্টাপাড়া হেলালিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকেঁ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ উদ্দিন এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া, ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন প্রকাশ আনব আলীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন