সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন: রাজাকারের উত্তরসুরিদের রাষ্ট্রীয় সকল সুবিধা বন্ধের দাবি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক সম্মেলন ডেকে রাজাকারের উত্তরসুরিদের রাষ্ট্রীয় সকল সুবিধা বন্ধ করার দাবি জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার (২২অক্টোবর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কথিত মুক্তিযোদ্ধার উত্তর সুরিদের বিরুদ্ধে অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসমত আলী। তিনি এই সময় বলেন রাজাকারের উত্তর সুরিরা সুকৌশলে প্রশাসনের মধ্যে বিশৃঙখলা সৃষ্টি করছে। তারা মুক্তিযোদ্ধের পক্ষের কর্মকর্তাদের নানান অজুহাতে তাদের পছন্দমত জায়গায় বদলী করে সরকারের বড় ধরণের ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত রয়েছে। এই বিষয়ে কর্তৃপক্ষের সতর্ক হওয়া জরুরী বলে তিনি জানান। বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র মোহন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধকালীন ভারতের হাপানীয়া ক্যাম্পের চীফ ও সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা
মোঃ আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন প্রকাশ আনব আলী, বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা আরব আলী, বীর মুক্তিযোদ্ধা বাবু সুবোধ দেব, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্টট্রনিক্স ও অনলাইন মিডিয়াকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন