সরাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , ১৫ মার্চ ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০১৯ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার(১৫মার্চ) সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি অনুষ্ঠিত হয়। পরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভার শুরুতে কোরআন তেলায়াত করেন মাওলানা শেখ আমান উল্লাহ, গীতা পাঠ করেন শিক্ষার্থী অনানিকা সূত্রধর। বক্তব্য রাখেন সরাইল উপজেলা সেনিটারী অফিসার, সরাইল কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন বদু, সরাইল বিকাল বাজার কমিটির সেক্রেটারী মরম মিয়া ও বেকারি মালিক মোঃ জয়নাল আবেদীন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মিডিয়া কর্মী ও বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন