সরাইলে বিশ্ব পরিবেশ দিবসে আমদানি নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাকসহ চালক ও হেলপার আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ , ৫ জুন ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছেন সরাইল থানা পুলিশ। মঙ্গলবার(৫জুন) বিশ্ব পরিবেশ দিবস সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল শাহবাজপুর এলাকা থেকে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, এসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স আমদানি নিষিদ্ধ পলিথিন ভর্তি ৫টনী একটি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছেন। আটক ট্রাক চালকের নাম মোঃ রায়হান (২৩)। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মৃধা পাড়ার(আপিল উদ্দিনে বাড়ী) মোঃ মাসুদের পুত্র এবং হেলপারের নাম মোঃ মহিবুল্লাহ (২২)। তিনি বরগুনা জেলার তালতলা উপজেলার বেতিপাড়ার মোঃ আব্দুল বারেক মুন্সির পুত্র। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া ট্রাকসহ ২জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য লিখুন