সরাইলে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ৫ জুন ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“আসুন প্লাস্টিক দূষন বন্ধ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার(৫জুন) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত র্যালিতে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহবুব খান বাবুলসহ উপজেলার বিভিন্নস্তরের লোকজন উক্ত র্যালিতে অংশ গ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন