
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(১১জুলাই) সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের নেতৃত্বে দিবসটি পালন উপলক্ষে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অফিসার সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাচহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম, ডাঃ অনন্যা সুলতানা, সরাইল থানার অফিসার ইনচার্জ , মো: মফিজ উদ্দিন ভুঁইয়া, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন বদু, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল প্রমুখ।