সরাইলে বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী বশির উল্লাহ আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী বশির উল্লাহ আর নেই
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের নিজ সরাইল মোল্লা বাড়ির বাসিন্দা মরহুম মোঃ সিদ্দিক মাওলানা সাহেবের বড় পুত্র মোঃ বশির উল্লাহ আর নেই। আজ মঙ্গলবার(১০ আগস্ট) বিকাল ৪ টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। একই দিন দিবাগত রাত ১০টা ৩০ মিনিটে আলীনগর মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম বশির উল্লাহ সরাইল উচালিয়াপাড়া মোড়ের একজন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক তাফছির মাহফিল পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পাশাপাশি সমাজ হিতৈষী নানা কর্মকান্ডে পরিচিত মুখ ছিলেন তিনি।
বশির উল্লাহর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন