সরাইলে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ , ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
সরাইলে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়া
এম এ করিম সরাইল (ব্রহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপের নিরাপত্তা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার অরুয়াইল, চুন্টা ও সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা মন্ডপসমূহের নিরাপত্তা বিধানকল্পে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন