সরাইলে বিভিন্ন উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , ৩ জুন ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত। রোববার(৩জুন) সকালে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ফলক উম্মোচন করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মোট ৭ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনের ভেতরের সৌন্দর্য্যবর্ধন, নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণ ও মাটি ভরাট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা সদরের ঐতিহাসিক বকুল গাছ তলার সৌন্দর্য্য ও শোভাবর্ধনের কাজ, কমিটি এবং স্থানীয় জনগনের আর্থিক সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের উন্নয়ন কাজ। সরাইল উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আলমগীর হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, সরাইল ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সদস্য ও বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, চ্যানেল এস এর সরাইল প্রতিনিধি মো: মুরাদ খানসহ বিভিন্ন মিডিয়াকর্মী, বিভিন্ন দপ্তরের অফিসার-কর্মচারী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন