সরাইলে বিদ্যূৎস্পৃষ্টে যুবক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ , ১৫ জুলাই ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে বিদ্যূৎস্পৃষ্টে যুবক নিহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যূৎস্পৃষ্টে মোঃ ফাহিম(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের ১নং ওয়ার্ডের ঈদগা পাড়ায় আজ শুক্রবার (১৫ জুলাই) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম একই এলাকার মোঃ আবদাল মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিজ বসতঘরে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ফাহিম নিহত হয়।
এ ব্যপারে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল হক বলেন, নিজ ঘরে বৈদ্যুতিক লাইনে ফাহিম যখন কাজ করছিল তখন বিদ্যূৎ ছিল না। হঠাৎ বিদ্যূৎ চলে আসায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ফাহিম ঘটনাস্থলেই মারা যায়।
টগবগে যুবক ফাহিমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফাহিমকে এক নজর দেখতে ফাহিমদের বাড়িতে এলাকাবাসী ভীড় জমাতে দেখা গেছে।
আপনার মন্তব্য লিখুন