সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটোরিকশা শ্রমিকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , ১৩ জুন ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৭) নামে এক অটোরিকশা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব-কুট্টাপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে এ দুর্ঘটনা
ঘটে। মৃত সুজন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মো. ধনু মিয়ার পুত্র।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল এলাকার পূর্ব কুট্টাপাড়ায় মোঃ নান্টু মিয়ার একটি অটোরিকশা গ্যারেজ রয়েছে। এ গ্যারেজে বিভিন্ন অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। এখানে শ্রমিক হিসেবে কাজ করতেন সুজন মিয়া।
শনিবার বিকালে অটোরিকশা ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আপনার মন্তব্য লিখুন