৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকের কড়া সমালোচনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1536224579133FB_IMG_1536224565098উও

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার  সরাইলে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৬সেপ্টেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা নির্বাহী প্রকৌশলীর(বিক্রয় ও বিতরণ বিভাগ)  কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উক্ত কার্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে বিউবো সরাইল উপজেলা নির্বাহী প্রকৌশলী(বিক্রয় ও বিতরণ বিভাগ) মাঈনুদ্দিন জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শের অালম মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন  ভূইঁয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ  মৃধা অাহমাদুল কামাল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান অাব্দুল জব্বার, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বি, এসসি, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি  মোঃ শফিকুল ইসলাম কানু, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাইয়ুব খান, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, জাতীয় পার্টি নেতা মোঃ হুমায়ুন কবির প্রমুুুখ। এদিকে বিউবো নির্বাহী প্রকৌশলী(বিক্রয় ও বিতরণ)  মাঈনুদ্দিন জুয়েল সরাইলে যোগদানের পর বিগত ৬মাসের কর্মকান্ডের নানা অনিয়মের তথ্যবহুল “শতাধিক খুঁটি গিলে খেয়েছেন তিনি” শিরোনামে বৃহস্পতিবার(৬সেপ্টেম্বর) দৈনিক মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিকে কেন্দ্র করে  উক্ত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দিন জুয়েল উক্ত প্রতিবেদনটি সত্য নয় বলে প্রতিবেদনের নানা দিকসহ সংশ্লিষ্ট সাংবাদিক মাহবুব খান বাবুলের কড়া সমালোচনা করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলেন সাংবাদিকরা সুনির্দিষ্ট তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করে থাকেন। প্রকাশিত একটি রিপোর্টকে কেন্দ্র করে এই ধরনের জাতীয় অনুষ্ঠানে সংশ্লিষ্ট সাংবাদিকসহ উক্ত রিপোর্টের সমালোনা করে নির্বাহী প্রকৌশলীর এ ধরনের বক্তব্য দেওয়া সঠিক হয়নি বলে উল্লেখ করে তিনি আরও বলেন প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে কোনো কথা থাকলে অনুষ্ঠানে এভাবে কথা না বলে সংশ্লিষ্ট সাংবাদিকের সাথে আলোচনা করলে ভাল হত । ওসির এ বক্তব্যকে অনেকে স্বাগত জানান।  এ ব্যপারে উপজেলার সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যপারে সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মাহবুব খান বাবুল বলেন যথাযথ তথ্য প্রমানের ভিত্তিতে আমি রিপোর্টটি করেছি। এ ব্যপারে কোনো কথা থাকলে বিধি মোতাবেক  তিনি কথা বলতে পারতেন। একটি জাতীয় অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদন ও আমাকে নিয়ে যেভাবে সমালোচনা করেছেন এটা আদৌ ঠিক হয়নি। এটাও একটি অনিয়ম করেছেন তিনি।  সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক বদর উদ্দিন বদু বলেন, প্রকাশিত  কোনো রিপোর্টের ব্যপারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে যথাযথ প্রক্রিয়ায় মতামত পেশ করতে পারেন। সরকারি অর্থায়নে আয়োজিত একটি জাতীয় অনুষ্ঠানে তিনি যেভাবে প্রতিবেদন ও সংশ্লিষ্ট সাংবাদিকের সমালোচনা করেছেন এটা মোটেও সমীচিন হয়নি। এতে তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন