সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ৩ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত মন্তাজ আলী মিয়ার পুত্র বরকত আলীর বাড়ির দেওয়ালের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের ইউনুছ মিয়ার পুত্র লোকমান মিয়া (২৫) ও একই এলাকার হান্নান মিয়ার পুত্র আমজাদ (১৫) এবং জিলুকদার পাড়া এলাকার মজিবুর রহমান এর পুত্র শরীফ ওরফে ডিপজল (১৪) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়ির দেওয়ালের নির্মাণ কাজ করার সময় দেওয়ালের রডের পিলারের সাথে উপরে থাকা বৈদ্যুতিক লাইনের সংযোগ হয়ে তিন জন শ্রমিকই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন।
এদিকে সরজমিনে মৃত তিন ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা যায়, দরিদ্র পরিবারে উপার্জন করতে সক্ষম প্রিয়জনদের হারিয়ে প্রতিটি পরিবারে চলছে বুকঁফাটা আর্তনাদ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের আকস্মিক মৃত্যুর খবরে এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। লাশ বাড়িতে নিয়ে আসলে তাদের এক নজর দেখতে সেখানে ভীড় জমান স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম মৃত তিন শ্রমিকের বাড়িতে যান এবং প্রতিটি পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।
আপনার মন্তব্য লিখুন