সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ , ২ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুমনের বাড়ি নোয়াখালি জেলার লক্ষীপুরে। সোমবার(২নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল এলাকার বড়পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, লক্ষীপুরের মনির মিয়ার ছেলে সুমন মিয়া বিয়ে করে পাকশিমুল গ্রামেই ঘরজামাই থাকতেন। সকালে বড়পাড়ার রমজান আলীর বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে গাছে ওঠার পর এক সময় গাছের পাশে থাকা বিদ্যুতের ক্যাবলে (তার) স্পৃষ্ট হয়ে সুমন মারা যায়। পুলিশ সুমনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন