সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদু্ৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া পূর্বপাড়া গ্রামের আসাদ মিয়ার পুত্র কাউছার মিয়া(১৬) আজ সোমবার(১১সেপ্টেম্বর) সকাল ৯টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টায় মাদ্রাসায় যাওয়ার পথে কাউছার মিয়া বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে স্থানীয় গলানিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা যায়। এ ব্যাপারে সরাইল উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অবগত নয় বলে জানান।
আপনার মন্তব্য লিখুন