সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ণ , ৫ জুলাই ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যূৎস্পৃষ্টে আরমান মিয়া নানের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর বাজারে এ ঘটনা ঘটে।
আরমান মিয়া পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের এলাই মিয়ার ছেলে ও পানিশ্বর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে পানিশ্বর বাজারের একটি ভবনে ছাদে পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আঁখি নামের এক শিক্ষার্থী বিদ্যূৎস্পৃষ্ট হলে তাকে বাচাঁতে এগিয়ে যায় আরমান মিয়া। এ সময় বিদ্যূৎস্পৃষ্ট আখিঁকে উদ্ধার করতে পারলেও বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান মিয়া। স্থানীয় লোকজন আহত আঁখিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া,নেমে আসে।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
আপনার মন্তব্য লিখুন