সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে মোবাশ্বেরা বেগম(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চুন্টা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোবাশ্বেরা বেগম একই এলাকার প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী। জানা যায়, ঘরের ফ্রিজের পেছনে ঢুকে পরা একটি মোরগকে ধরতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয় লোকজন তাকেঁ উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেঁ মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন