২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে বিদ্যালয়ে মিড ডে মিল চালু, আনন্দিত শিক্ষার্থীরা, পরিদর্শনে ইউএনও ও শিক্ষা অফিসার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

FB_IMG_1569429539994

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল চালু করা হয়েছে। বিদ্যালয়গুলোতে এ প্রথা চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের উদ্যোগে খুশি স্থানীয় অভিভাবকগণ। বুধবার(২৫সেপ্টেম্বর) দুপুরে সরজমিনে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে মিড ডে মিল খেতে শিক্ষার্থীদের দেখা গেছে। এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান মিড ডে মিল চলাকালীন সময়ে বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করতে দেখা যায়। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আনিকা বলেন, মায়ের রান্না করা খাবার বিদ্যালয়ে এনে শ্রেণি কক্ষে বসে সকল শিক্ষার্থীদের সাথে খেতে পেরে খুব ভাল লাগছে। এতে আমরা খুব আনন্দিত। এদিকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রায়হান আহম্মেদ সাকিব বলেন, ” বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে প্রতি সপ্তাহে তিনদিন ভূনা খিচুরি ও অন্যান্য দিন প্যাট্টিছ দেওয়া হয়। বিনিময়ে আমরা মাস শেষে টাকা দিয়ে দেয়। এ উদ্যোগের ফলে আমাদের শ্রেণিতে শিক্ষার্থীদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি থাকে। আমরা চাই এই মিড ডে মিল প্রক্রিয়া অব্যাহত থাকুক। এ ব্যপারে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান বলেন, বিদ্যালয়ে মিড ডে মিল চালু হওয়া একটি ভাল উদ্যোগ। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে গেছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে বাড়ি থেকে খাবার এনে এক সাথে বসে খেতে পারতেছে। শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দও এ কার্যক্রমে স্বতঃ স্ফূর্তভাবে অংশগ্রহন করছেন। এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান বলেন, সরকারি উদ্যোগের অংশ হিসেবে উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার ব্যপারে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিদ্যালয়গুলোতে মিড ডে মিল কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল বিদ্যালয়গুলো পরিদর্শন করে এ কার্যক্রমকে তদারকি করা হচ্ছে। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, বাহিরের খোলা খাবারের পরিবর্তে শিক্ষার্থীদের রান্না করা স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিৎ করার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন