সরাইলে বিদেশ ফেরত ৩ জন হোম কোয়ারানটাইনে, আতংকিত নয় সতর্ক থাকার পরামর্শ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল নিউজ ২৪.কম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদেশ ফেরত ৩ জনকে হোম কোয়ারানটাইনে রেখেছেন স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। জানা যায়, ইতালি ও বিভিন্ন দেশ থেকে ৩ জন সরাইলে আসার পর আজ বুধবার(১৮মার্চ) স্বাস্থ্য কর্মকর্তাগণ তাদের বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারানটাইনে থাকার পরামর্শ দিয়েছেন। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন, বিদেশ ফেরত ৩ জনকে হোম কোয়ারানটাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোয়ারানটাইনে থাকা অবস্থায় করোনা ভাইরাসের কোনো লক্ষন দেখা দিলে উপযুক্ত পরীক্ষা- নিরিক্ষা করে চিকিৎসা দেওয়া হবে। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বা পৃথক কেভিন খোলা হয়েছে। ঢাকা কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রেখেছি। এ ব্যপারে আতংকিত না হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আপনার মন্তব্য লিখুন