সরাইলে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জানুয়ারী) উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উক্ত মেলায় জুনিয়র গ্রুপে সরাইল উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও সিনিয়র গ্রুপে ২টি কলেজ তাদের প্রজেক্ট উপস্থাপন করে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূইয়া এর সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল- আশুগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফ মিয়া, আওয়ামী লীগ নেতা মো: মাহফুজ আলী, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা, সরাইল সরকারি কলেজের প্রভাষক মো: শফিকুর রহমান ও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপু নাগ প্রমুখ।
প্রজেক্ট মূল্যায়নে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, শিক্ষক অপু নাগ ও ডা: কামরুল হাসান।
আপনার মন্তব্য লিখুন