সরাইলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, স্কুল পর্যায়ে প্রথম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার(২৪ নভেম্বর) দিন ব্যপি ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে(জুনিয়র গ্রæপ) ১৪টি মাধ্যমিক স্কুল ও কলেজ পর্য়ায়ে(সিনিয়র গ্রæপ) ২টি কলেজ উক্ত বিজ্ঞান মেলায় স্ব স্ব প্রজেক্ট নিয়ে অংশগ্রহন করে। বিজ্ঞ বিচারকমন্ডলীর ফলাফলে স্কুল পর্যায়ে প্রথম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেছে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এদিকে কলেজ পর্যায়ে প্রথম সরাইল সরকারি কলেজ ও দ্বিতীয় স্থান অর্জন করেছে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উক্ত মেলা উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা। বিকাল ৪টায় সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এবং সহকারি কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠিত উক্ত মেলায় উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক স্কুলের বিজ্ঞান বিষয়ক শিক্ষক, প্রজেক্টে অংশগ্রহনকারী শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা শেষে বিজয়ী প্রতিষ্ঠান ও প্রজেক্টে অংশগ্রহনকারী সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন