সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , ২০ জুলাই ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার(২০জুলাই) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তিসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। এ সময় সরাইল উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আকবর, দপ্তর সম্পাদক মো: খোকন মিয়া, সরাইল কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাক আলম খন্দকার রিগ্যান, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন